ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকারীস্থ ভাষা শহীদ বিদ্যা নিকেতনে উর্ধ্বমূখী বহুতল ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বুধবার সকালে স্কুল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মান কাজের উদ্বোধন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মুক্তার হোসেন এর সভাপতিত্বে সে সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তফিকুজ্জামান রতন, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মাষ্টার, সলিমপুর ইউনিয়ন কৃষকরীগের সভাপতি আবুল কালাম সরদার প্রমূখ।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে উক্ত প্রশাসনিক ভাবনের উর্ধ্বমূখী সম্প্রসারণের নির্মান কাজ করা হচ্ছে।
Leave a Reply