আটঘরিয়ার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার ও সচিব আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা, সরকারী অর্থ আত্মসাতের প্রতিবাদে শাস্তিসহ অপসারণ দাবীতে সংবাদ সম্মেলন ও সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে।
রবিবার বিকেলে ঈশ্বরদীতে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাত মেম্বার চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে মেম্বারবৃন্দ অভিযোগ করে বলেন, চেয়ারম্যান শেখ আনোয়ার ইউপি সচিব আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগ সাজছে বিগত ৫৪ মাসের সম্মানি ভাতা প্রদান করেননি। তাদের সঙ্গে চেয়ারম্যান বৈরি আচরণ করে এলাকার উন্নয়নমুলক কোন কাজে অংশ গ্রহন করেন না। সরকারী টাকাসহ কাবিটা, কাবিখা, টিআর, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা ও এলজিএসপি প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কাজে মেম্বারদের না জানিয়ে গোপনে সভাপতি বানিয়ে মেম্বারদের সিল নকল বানিয়ে ও জাল স্বাক্ষর করে বিল উত্তোলন করে আত্মোসাত করেছেন। ঘুষ ছাড়া চেয়ারম্যান প্রকল্প দেন না বলেও দাবী করেন তাঁরা।
তাঁরা অভিযোগ করে বলেন, ঈদের আগে করোনাকালিন সময়ের সরকারী প্রনোদনার টাকাও আত্মোসাত করেছেন চেয়ারম্যান ও সচিব। তাই তাদের শাস্তিসহ অপসারণ দাবীতে তাদের সকল অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা তুলে ধরে পাবনা জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দূর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিন হোসেন, আব্দুল লতিফ, আশরাফ সরদার, রফিকুল ইসলাম, মোছাঃ আলেয়া খাতুন, মোছাঃ শাহানা খাতুন ও হেলাল উদ্দিন।
Leave a Reply