ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীতগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চালকসহ দুইযাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। বুধবার (১৬ জুন) বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেতুলতলা পাবনা চিনিকলের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহতদের তিনজনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান মনির এতথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার (১৬ জুন) আনুমানিক বেলা ১১ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মোহাম্মদ পরিবহণটি পাবনার দিকে যাচ্ছিলেন। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে আসা এ্যাম্বুলেন্সটি গতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে বিপরীতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে ওই এ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে এ্যাম্বুলেন্সের চালকসহ ভিতরে থাকা দুইজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দুপুর সোয়া ১২ টার দিকে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply