ছেলে রাজু (১৫)’র সন্ধান চেয়ে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করেছেন পাকশীর আলম খাঁন নামের এক বাবা। রাজু পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্র।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া গ্রামের আলম খাঁনের ছোট ছেলে মোঃ রাজু (১৫) পাকশীর নর্থ বেঙ্গল পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর পড়াশোনা করে। গত ১৯ জুন সকালে রাজু তার স্কুল ব্যাগে করে ব্যবহৃত কাপড়-চোপড় ও স্কুলের কাগজপত্র নিয়ে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারাদিনেও ছেলে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খুঁজেও ছেলের সন্ধান না পেয়ে ২০ জুন ঈশ্বরদী থানায় রাজুর বাবা আলম খাঁন একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং- ১০৩১, তাং-২০/০৬/২১।
Leave a Reply