ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দিনমজুর, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মোঃ জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ কাউন্সিলরবৃন্দ।
পৌরসভার সচিব জহুরুল ইসলাম জানান, পৌরসভার অনুকুলে ২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনা ভাইরাস পরিস্থিতিতে পৌর সভার ৯টি ওয়ার্ডের তিগ্রস্থ ১৫০ দিনমজুর অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। ১৫০ পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোটর ৩ হাজার কেজি (৭৫ মণ) চাল বিতরণ করা হয়।
Leave a Reply