ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার পৌর এলাকা ও সাত ইউনিয়নের ৬০০ প্রান্তিক কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা নার্সারী চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিতা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, মাহমুদুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমানসহ সুধীজনেরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার উপজেলার ৬০০ ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এদের প্রত্যেককে রোপা ধানের ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এনওপি সার ও ৫ কেজি করে রোপা উফশী ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এনওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply