ঈশ্বরদীতে গভীর রাতে বিষধর সাপের কামড়ে রিপন হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা দণিপাড়া (ন্যাংড়ার দোকান) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন পেশায় ট্রাকের হেলপার। সে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে।
এলাকাবাসী মিনারুল ইসলাম বিশ্বাস জানায়, লকডাউনের কারণে গত কয়েকদিন ধরে বাড়িতেই অবস্থান করছিল রিপন। শনিবার রাতে খাবার খেয়ে ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে তার পুরো শরীর জ্বালা পোড়া করতে থাকায় প্রচন্ড চিৎকার-চেঁচামেচি শুরু করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে রিপননের ডান হাতে রক্তের ত চিহৃ দেখে সাপে কাটার বিষয়টি নিশ্চিত করে তার হাত বেঁধে দেয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় কবিরাজ আক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সে সময় কিছুটা সুস্থ্যতা অনুভব করলে রিপনকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এসে রিপনের হাতে বাঁধন খুলে দিলে আবারও জ্বালা-পোড়া শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাপে কাটা রোগীর কোন চিকিৎসা না থাকায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল ৭টায় রিপনের মৃত্যু হয়।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ বাবলু মালিথা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply