আনিসুন্নবী বিশ্বাসের ৫ম বার্ষিকী আজ
সকাল প্রতিবেদক
-
আপডেট টাইম :
শনিবার, ১০ জুলাই, ২০২১
-
২৪৫
বার
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবীদ আনিসুন্নবী বিশ্বাস এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ ১০ই জুলাই। ২০১৬ সালের এই দিনে ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ২০১৬ সালের ২৯ জুন রাতে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ অফিসের বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ফেটে যায় তার। সেই তস্থানে অপারেশনের প্রস্তুতি চলাকালীন সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন ১১ই জুলাই সোমবার বাদ জোহর তার গ্রামের বাড়ি ঈশ্বরদীর জয়নগরে কাজী রাইস মিল প্রাঙ্গনে জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করে তার মরদেহ দাফন করা হয়। এর আগে তার কফিনে সর্বস্তরের মানুষের প থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রয়াত আনিসুন্নবী বিশ্বাসের মেয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আতিয়া ফেরদৌস কাকলী জানান, তাঁর বাবার ৫ম মৃত্যু বার্ষিকী উপলে পরিবারের প থেকে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply