করোনা উপসর্গ নিয়ে পাবনার ঈশ্বরদী বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও ঈশ্বরদীর ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জার্জিস হোসেন (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৩.১৫ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।
সাবেক চেয়ারম্যান জার্জিস হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুলতান মাহমুদ বাবু। তিনি জানান, তাঁর বাবা জার্জিস হোসেনের গত কয়েকদিন থেকে প্রচন্ড জ্বর, সর্দি ছিল। সেই সাথে শ্বাসকষ্ট শুরু হয়। সোমবার তাঁর অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জার্জিস হোসেন মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়ে, আত্নীয়-স্বজন ও প্রচুর গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বাদ এশা উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর কেন্দ্রীয় গোরস্থানে জানাজা নামাজ শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, জার্জিস হোসেন ঈশ্বরদীর ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের ৫ বার নির্বাচিত চেয়ারম্যান এবং মাঝদিয়া উচ্চ বিদ্যাললের সাবেক প্রধান শিক ছিলেন। এছাড়াও তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএনপির পরিচ্ছন্ন নেতা হিসেবে এই অঞ্চলে তাঁর ব্যাপক সুনাম ছিল। দলের যেকোন দুঃসময়ে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply