ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দিকশাইল দেওয়ান গ্রামে স্থানীয় গ্রাম্য ডাক্তারের ভূল চিকিৎসায় রেনু বেগম (৫০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধার সময় কালিকাপুর বাজার সংলগ্ন দেওয়ান দিকশাইল গ্রামে এ ঘটনা ঘটে। রেনু বেগম ওই গ্রামের আব্দুর রহমান খাঁনের স্ত্রী। ঘটনার পর থেকেই গ্রাম ডাক্তার পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ওই গ্রামের আব্দুর রহমান খাঁনের স্ত্রী রেনু বেগম বেশ কিছুদিন ধরেই অসুস্থ্য ছিলেন। মঙ্গলবার সন্ধার সময় কালিকাপুর বাজারের স্থানীয় গ্রাম্য ডাক্তার তফিজ উদ্দিনকে ডেকে নিয়ে বাড়িতে যায় রেনু বেগমের স্বজনরা। সে সময় গ্রাম্য ডাক্তার তফিজ উদ্দিন অসুস্থ্য রেনু বেগমের শরীরে একটি ইনজেকশন পুশ করার কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন রেনু বেগম। সে সময় অবস্থার বেগতিক দেখে গ্রাম্য ডাক্তার তফিজ উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে রেনু বেগমের স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তার তফিজ উদ্দিনকে ধরতে তাঁর দোকানে গেলেও সে আগেই দোকান বন্ধ করে পালিয়ে যায়। এদিকে রেনু বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনরা বিভক্ত হয়ে পড়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে নানা ধরণের চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে বলেও স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে। এবিষয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার তফিজ উদ্দিন এর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ুদে বার্তা পাঠালেও তার কোন উত্তর মেলেনি।
Leave a Reply