পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর জিডিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদীর কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শনিবার সকালে ঈশ্বরদী রেলওয়ে গেট চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, দৈনিক অবজারভার ও আজকের পত্রিকা’র ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহাবুবুল হক দুদু, দৈনিক করতোয়া’র ঈশ্বরদী প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি অধ্যাপক হাসানুজ্জামান, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব সুমার খাঁন, দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, বাংলাদেশ পোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমূখ। কর্মসূচী পরিচালনা করেন দৈনিক বীর বাংলার সম্পাদক ও দৈনিক আজকালের খবরের ঈশ্বরদী প্রতিনিধি ওহিদুজ্জামান টিপু।
এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়, দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি শহীদুল্লাহ্ খাঁন, জিটিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদ, জাগরণ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল, দৈনিক জাগরণের ঈশ্বরদী প্রতিনিধি সোহানুর রহমান শুভ, সাংবাদিক ও কলাম লেখক গোপাল অধিকারী, সমকাল সহৃদ সমাবেশের সভাপতি আর কে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠিত কর্মসূচীতে অবিলম্বে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
Leave a Reply