ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রিয়া খাতুন (২০) নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে সময় গুরুতর আহত তার স্বামী মৃদুল সরকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে (ঈশ্বরদী-কুষ্টিয়া) মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের বাবু প্রামানিকের মেয়ে এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আজিম উদ্দিন সরকারের ছেলে মৃদুল সরকারের স্ত্রী। মৃদুল নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকের কাজ করতো।
পুলিশ ও প্রতদর্শীরা জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুরের নলদা গ্রাম থেকে ওই দম্পতি মোটর সাইকেল যোগে পাকশী অভিমুখে আসছিলো। মৃদুল শ্বশুর বাড়িতে স্ত্রীকে নামিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে যোগদান করবে। কিন্তু প্রকল্পের সামনে পৌছা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি বালু বোঝাই ট্রাক মোটর সাইকেলটি কে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে পড়ে। ট্রাকের চাপাই পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রিয়া ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল চালক মৃদুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃদুল মৃত্যু বরণ করে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply