স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিক, ঈশ্বরদী অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার, প্রথম সকাল’র প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টুর ৯ম মৃত্যু বার্ষিকী আজ ২৭ আগষ্ট। সমরসাথী, শুভাকাংখী-শুভানুধ্যায়ী ও পরিবার-পরিজনকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ২০১২ সালের এই দিনে নিরবেই না ফেরার দেশে চলে যান আজীবন কল্যাণকামী সৎ ও সাহসী ব্যক্তি সিরাজুল ইসলাম মন্টু। তার দৃঢ়চেতা ও পরিশীলিত ব্যক্তিত্বের কারনে জীবদ্দশায় তিনি ছিলেন সকলের প্রিয় ভাজন। সাহিত্য-সংস্কৃতি, শিা সম্প্রসারণ ও মানব সেবায় তার ছিল আন্তরিক প্রচেষ্টা। জনকল্যাণমূখী রাজনীতিতেও তিনি ছিলেন অনুকরণ যোগ্য ব্যক্তি। বর্নাঢ্য জীবনের অধিকারী সিরাজুল ইসলাম মন্টু ছিলেন পাঠক প্রিয় প্রথম সকাল’র পত্রিকার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তারুণ্যদীপ্ত এই পত্রিকাটিকে তিনি তার মননশীলতায় রাঙিয়ে ছিলেন পাঠক চাহিদার নিরিখে। তার শূণ্যতায় অসীম শোকে স্তব্ধ প্রথম সকাল পরিবার। কমান্ডার মন্টুর মৃত্যু বার্ষিকীতে কমান্ডার মন্টুর স্মৃতি রমন্থনে স্মরণ সভার আয়োজন করা হলেও এ বছর নির্ধারিত সময়ে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে না। তবে মৃত্যু বার্ষিকী উপলে তার পরিবারের প থেকে কোরআন খানী ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়েছে। অপর দিকে ঈশ্বরদী নাগরিক কমিটির প থেকে সকাল ১০টায় কমান্ডার মন্টুর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply