স্বাধীনতা সংগ্রামের লড়াকু সৈনিক, ঈশ্বরদী অঞ্চলের মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার, প্রথম সকাল’র প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টুর ৯ম মৃত্যু বার্ষিকী শুক্রবার (২৭ আগষ্ট) পালিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী নাগরিক কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ও সাপ্তাহিক প্রথম সকাল এর পক্ষ থেকে সকাল ১০টায় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে কমান্ডার মন্টুর কবরে পুস্পমাল্য অর্পন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া করা হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সিপিবির জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, মরহুম কমান্ডার মন্টুর বড় ছেলে জাহিদ সিরাজ বিপুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বাদ যোহর তার পরিবারের প থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমরসাথী, শুভাকাংখী-শুভানুধ্যায়ী ও পরিবার-পরিজনকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ২০১২ সালের এই দিনে নিরবেই না ফেরার দেশে চলে যান আজীবন কল্যাণকামী সৎ ও সাহসী ব্যক্তি সিরাজুল ইসলাম মন্টু। তার দৃঢ়চেতা ও পরিশীলিত ব্যক্তিত্বের কারনে জীবদ্দশায় তিনি ছিলেন সকলের প্রিয় ভাজন। সাহিত্য-সংস্কৃতি, শিা সম্প্রসারণ ও মানব সেবায় তার ছিল আন্তরিক প্রচেষ্টা। জনকল্যাণমূখী রাজনীতিতেও তিনি ছিলেন অনুকরণ যোগ্য ব্যক্তি। বর্নাঢ্য জীবনের অধিকারী সিরাজুল ইসলাম মন্টু ছিলেন পাঠক প্রিয় প্রথম সকাল’র পত্রিকার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। তারুণ্যদীপ্ত এই পত্রিকাটিকে তিনি তার মননশীলতায় রাঙিয়ে ছিলেন পাঠক চাহিদার নিরিখে। তার শূণ্যতায় অসীম শোকে স্তব্ধ প্রথম সকাল পরিবার।
Leave a Reply