ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে অশালিন বক্তব্য দিয়ে বহিঃবিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদ ও তার শাস্তির দাবীতে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ শখের বাজার কফি হাউজে সচেতন নাগরিক কমিটির পক্ষে সমাজ সংস্কারক আরিফুল হক হীরক এই সংবাদ সম্মেলন করেন। হীরক ঈম্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের সানাউল হকের ছেলে। তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হীরক বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করে কটূক্তি ও নানা রকম অপপ্রচার করছেন। আমি স্বাধীন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা কোনো ভাবেই মেনে নিতে পারছিনা। নূরের এসব কর্মকান্ডের বিরুদ্ধে শাস্তির দাবীতে ঈশ্বরদী থানা ও পাবনা আদালতে মামলা দায়েরের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর শাস্তি দাবী করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হীরক বলেন, আমার একটি হাত নেই। আমি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছি। নিজে মাটির ব্যাংকে টাকা জমিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ১২০ ফুট দৈর্ঘের ৮’শ পাউন্ডের কেক কেটেছি। আমি কোনরূপ আর্থিক সহযোগিতা প্রত্যাশা করি না। শুধু মাত্র আমার ভালো কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১২০ ফুট দৈর্ঘ্যরে ৮’শ পাউন্ড ওজনের কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় আসেন হিরক। সে সময় খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রী হীরকের উদ্যোগে সন্তোষ্ট হয়ে তাঁকে উপহার হিসেবে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উপলক্ষে ১ লাখ ১ হাজার টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে আরিফুল হক হীরক পুরষ্কারের সেই অর্থ অসহায় মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের কাজে ব্যয় করেন।
সংবাদ সম্মেলনে সমাজ সংস্কারক হীরকের সঙ্গে আকাশ ইসলাম ও আলামিন হোসেন নামের আরো দুই সহযোগি উপস্থিত ছিলেন।
Leave a Reply