ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর প্রীতি সম্মিলনে বর্নিল আয়োজনে গতকাল শনিবার সকাল প্রি-ক্যাডেট স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, প্রবীন শিক্ষাবীদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলাম। দ্বিতীয় পর্বে উপস্থিত সকল সদস্যদের মতামতে ভিত্তিতে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক উদয় নাথ লাহিড়ী শাপলা কুঁড়ি বিদ্যা সদনের পরিচালক মোঃ লুৎফর রহমানকে সভাপতি ও সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেজবাউল ইসলাম, শেখ মহসীন, সহ-সাধারণ সম্পাদক মোঃ বিপুল হোসেন, গোপাল অধিকারী, কোষাধ্যক্ষ রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক মোঃ বাবুল আক্তার, ক্রীড়া সম্পাদক বিপ্লব হোসেন, পরীক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুকিম উদ্দিন, সহ-পরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শিপন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শামীমা আক্তার সীমা, নির্বাহী সদস্য মোছাঃ মালা খাতুন, খোকা, আশরাফুল ইসলাম, আমেনা খাতুন, মোক্তার হোসেন, মাওঃ আখতারুজ্জামান বাবুল ও সাবিনা ইয়াসমিন।
Leave a Reply