দীর্ঘ ৭ বছর ধরে চলে আসা অচলাবস্থার নিরশন করে অবশেষে ঐতিহ্যবাহী ‘ঈশ্বরদী প্রেসক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত প্রেসক্লাবের ‘মুলতবি সাধারণ সভায়’ সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণকে সভাপতি ও সাপ্তাহিক জয়পত্র পত্রিকার সম্পাদক আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠিত মুলতবি সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম খাঁন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আলহাজ্ব খায়রুজ্জামান কামাল প্রমূখ।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যেরা হলেন, সহ-সভাপতি কে এম আবুল বাসার (সম্পাদক, ঈশ্বরদীর কাগজ) , খন্দকার মাহবুবুল হক দুদু (ঈশ্বরদী প্রতিনিধি, আজকের পত্রিকা ও অবজারভার), আব্দুল মান্নান টিপু (সম্পাদক, সাপ্তাহিক সমকোণ), সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস (ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক নয়া আন্দোলন), সেলিম সরদার (ঈশ্বরদী প্রতিনিধি, সমকাল ও সম্পাদক, সাপ্তাহিক ঈশ্বরদী), মহিদুল ইসলাম (সম্পাদক, প্রথম সকাল), কোষাধ্যক্ষ শেখ মহসিন (ঈশ্বরদী প্রতিনিধি, মানবকন্ঠ ও সম্পাদক সময়ের ইতিহাস), সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু (উপজেলা প্রতিনিধি, দৈনিক লোকায়ন), সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক প্রধান (সম্পাদক, সাপ্তাহিক স্বঃকাল বাংলা), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান ফান্টু (ভারপ্রাপ্ত সম্পাদক, চেতনার ঈশ্বরদী), দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু (সম্পাদক, পদ্মার খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান (উপজেলা প্রতিনিধি, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম), সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী (ঈশ্বরদী প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন (উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ পোষ্ট ও সম্পাদক, জনদৃষ্টি) ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, (ঈশ্বরদী প্রতিনিধি, দৈনিক আমাদের সময়), নির্বাহী সদস্য- স্বপন কুমার কুন্ডু (উপজেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), আ ত ম শহীদুজ্জামান নাসিম (উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ), এম এম রাজা (উপজেলা প্রতিনিধি, ইনকিলাব), আবুল হাশেম (সম্পাদক, দৈনিক উন্নয়নের কথা), লাহেড়ী মিন্টু (উপজেলা প্রতিনিধি, ভোরের পাতা), আলমাস আলী (উপজেলা প্রতিনিধি, নয়া আন্দোলন), ওহিদুজ্জামান টিপু (সম্পাদক, দৈনিক বীর বাংলা) ও আহসান হাবীব (উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ সময়)।
Leave a Reply