শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”

 

রতন মহলদার সদস্য নির্বাচিত

সকাল প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬৮ বার

পাবনা জেলা পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মেজর অটো হাস্কিং মিল এসোসিয়েশন পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান রতন মহলদার। সোমবার দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে তিনি ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম বাবু মন্ডল পেয়েছেন ১৮ ভোট। ভোটের ব্যবধান ২৪। এছাড়াও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ আলী মালিথা তালা প্রতীকে ১৭ ভোট, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস হাতি প্রতীকে পেয়েছেন ১৭ ভোট, সাহাপুর ইউনিয়ন আওয়ামী নেতা মুরাদ আলী বৈদ্যুতিক পাখা প্রতীকে ৯ ভোট, সাহাপুর ইউনিয়নের চড়গড়গড়ির রহিমপুর গ্রামের বকুল মৃধা সিএনজি প্রতীকে পেয়েছেন ২ ভোট। অন্যদিকে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া সংরক্ষিত নারী সদস্য পদে আইরিন কিবরিয়া দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬১ ভোট, সুমাইয়া সুলতানা হ্যাপি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৫ ভোট, ফাহিমা আক্তার পলি হরিণ প্রতীকে পেয়েছেন ১৬ ভোট ও মাহমুদা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১২ ভোট। কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের প্রবেশপথে প্রার্থীর সমর্থকদের জটলা দেখা গেছে। এই কেন্দ্রে মোট ভোটার ১০৭ জন। এরমেধ্যে ১০৫ জন ভোট প্রয়োগ করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলায় সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে ৪ এবং সাধারণ সদস্য পদে ৬ জন লড়ছেন। মোট ভোটার ১০৭ জন। সাত ইউনিয়নের প্রতিটিতে ১৩জন করে মোট ৯১, ঈশ্বরদী পৌরসভার ১৩ ও উপজেলা পরিষদের ৩ জন ভোটার। উপজেলার ১টি কেন্দ্রের ২টি বুথে ভোট গ্রহণ হয়। এ বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিলো। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএমে ভোট নেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছেন বলেও জানান তিনি। নির্বাচিত ঘোষণার পর রতন

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..