পাকশীতে বালুমহালে যুবলীগ নেতা-কর্মীদের উপর হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদ এবং উক্ত ঘটনায় এক তরফা ভাবে যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের নামে মিথ্যা অপপ্রচার এর নিন্দা ও প্রতিবাদে ঈশ্বরদী শহরে তৃণমূল যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের আকবরের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে প্রতিবাদ সভার মধ্যদিয়ে শেষ হয়।
পথসভায় বক্তারা বলেন, শনিবার (৩ নভেম্বর) পাকশীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আমাদের যুবলীগ নেতা ও কর্মী সম্রাট, মাসুম, সুইটসহ আরও অনেকেই আহত হয়েছে। হামলাকারী ঈশ্বরদী যুবলীগের নেতৃত্বদানকারী সন্ত্রাসীরা এই ন্যাক্কারজনক ঘটনার পর শহরে মিছিল নিয়ে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে দায়ী করে মিথ্যাচার করেছে। অথচ দোলন বিশ্বাস ঘটনাস্থলে ছিলনা এবং বালু মহালের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। হামলাকারীদের মিথ্যাচারে প্রভাবিত হয়ে প্রকৃত সত্য যাচাই-বাছাই এবং তদন্ত না করে বালুমহালে সংগঠিত গোলাগুলির খবর বিভিন্ন পত্র-পত্রিকায় এক তরফা ভাবে ছাপানো হয়েছে।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা মিজান মালিথা ও সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ। পথসভা পরিচালনা করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদ মোর্শেদ খান রুশো।
Leave a Reply