আমার স্বামী কুসুম শেখকে গুম খুন করা হতে পারে, আমরা চরম আতংকের মধ্যে আছি। আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না। কথা গুলো বলছিলেন ঈশ্বরদী গ্রামীণ ডিস্ট্রিবিউটর এ লগ ইনচার্জ পদে কর্মরত কুসুম শেখের স্ত্রী আসমা উল হুসনা। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে তিনি এবসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার স্বামী কুসুম শেখ একজন সাদা মাটা ও সৎ চরিত্রের মানুষ। তিনি দীর্ঘ দিন সুনামের সাথে উল্লেখিত প্রতিষ্ঠানে চাকরী করে আসছেন। কুসুম অনেক সময় সারাদিন হিসাব শেষে মালিক পক্ষ টাকা গ্রহণ করে প্রাপ্তি স্বীকার কাগজে সাক্ষর করেন নি। তুমি নিজের লোক পরে সাক্ষর করবো বলে জানিয়েছেন। এ ভাবে কুসুম শেখ দীর্ঘ দিন যাবত চাকরী করে আসছে। কয়েক দিন আগে মালিক পক্ষ কুসুমের কাছে হিসাব চাইলে সে পূর্বের প্রাপ্তি স্বীকার কাগজে সাক্ষর না করা কাগজ দেখাইলে তারা তা অস্বীকার করেন। সমস্ত হিসাব চান। এতে সে হতভম্ব হয়ে পড়ে।
এখন মালিকপক্ষ অনেক টাকা দাবী করে থানায় মিথ্যা জিডি ও অভিযোগ করছেন। আমার স্বামীর কাছ থেকে অবৈধ ভাবে নেওয়া সিকিউরিটি চেক উদ্ধারে মামলা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা প্রভাবশালী ও ভয়ংকর। এখন আমরা ভীত সন্তস্ত্র হয়ে দিনপাত করছি। কুসুম শেখ কোথায় আছে আমরা জানি না। কোন খোঁজ পাচ্ছি না, তাকে খুন ও গুম করা হতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চায়।
সংবাদ সম্মেলনে স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধি ও টিভি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply