ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জের ধরে শিশু কন্যাসহ যুবলীগ নেতা ছুরিকাহতের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ঈশ্বরদী সরকারী কলেজ এর সামনে এই ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতার নাম আব্দুস সালাম মোল্লা (৪৪) ও মেয়ে আয়েশা খাতুন (৭)।
সালাম মোল্লা ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। গুরুত আহত অবস্থায় আব্দুস সালাম মোল্লা কে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুত্র জানায়, সালাম মোল্লার পেটে, পিঠে ও হাতে এবং মেয়ে আয়েশার হাতে ছুরিকাঘাত করা হয়।
সুত্র জানায়, ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়া পাড়া এলাকার আঃ করিম মোল্লার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লার সাথে পার্শ্ববর্তী ঝ্যাড়ি পুকুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২০) পূর্বের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে রবিবার সকালে সালাম মোল্লা তার মেয়ে আয়েশাকে সাথে নিয়ে ঈশ্বরদী সরকারী কলেজের সামনে আসলে শাকিলের বাক-বিতন্ডা শুরু হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে শাকিলের কাছে থাকা ধারালো চাকু দিয়ে প্রথমে সালাম মোল্লাকে পেটে আঘাত করে। পরে একে একে পিঠে, হাতে ও মেয়ের হাতে আঘাত করে পালিয়ে যায় শাকিল। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আব্দুস সালাম মোল্লাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি তিনি শুনছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply