পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে আর.আর.পি শিল্প গ্রুপ আরও একটি নতুন প্রতিষ্ঠান ‘আর.আর.পি ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস লিমিটেড’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা এলাকায় ১০ একর জমির উপরি নির্মিত কারখানাটির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিয়ে শিল্প কারখানাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর.আর.পি গ্রুপের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আজমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও কোরিয়ান অতিথি মিষ্টার লি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পাবনা জেলা পরিষদ সদস্য তৌফিকুজ্জামান রতন মহলদার, সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, সাবেক ভিপি মুরাদ আলী মালিথাসহ বিশিষ্ট জনেরা।
এ সময় আর.আর.পি গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার মোঃ মুনসুর আলম, পরিচালক গোলাম আজম, পরিচালক রফিকুল আলম, পরিচালক মামুনুর রশিদসহ কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আর.আর.পি গ্রæপ সুত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার আড়কান্দিতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে এক কিলোমিটার দুরে আর.আর.পি ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস লিমিটেডের কারখানা স্থাপন করা হয়েছে। ফার্মসের পরিচালক আজমল হোসেন জানান, ১০৪ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর কারখানাটি নির্মাণ করা হয়েছে। ৫ হাজার শ্রমিকের এই কারখানায় কর্মসংস্থান হবে বলে তিনি জানান।
পরিচালক আজমল হোসেন আরও বলেন, ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস এর দেশে-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। পোশাকের পরেই এ পণ্যের অবস্থান। আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। তিনি বলেন, বিদেশি টপলাইন মেনে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করা হবে। তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে এই কারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply