ঈশ্বরদী প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় ঈশ্বরদী পৌর এলাকার থানা পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘদিন লিভার ক্যান্সার সহ নানা রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাঁকে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
জীবনদ্দশায় ফজলুর রহমান ফান্টু রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। তিনি সিপিবি’র উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও ঈশ্বরদী নাগরিক কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ছিলেন।
Leave a Reply