পাবনার ঈশ্বরদীতে খেজুরের রস খেয়ে নিপাহ্ ভাইরাসে আক্রান্ত হয়ে সোয়াত (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিশু সোয়াত ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের সামিউল ইসলাম এর ছেলে ও দীঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। সোয়াতের আত্মীয় ইভা জানান, সোয়াতের নানা রজব আলী কয়েকদিন আগে তার নিজ বাড়ির গাছে লাগানো খেজুরের রস নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সে সময় নানার আনা রস খেয়ে জ্বর ও খিঁচুনি হয়ে অচেতন হয়ে পড়ে শিশু সোয়াত।
শুক্রবার সকালে সোয়াতকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তখন তার শরীরে জ্বর ছিল। ঐ দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য সোয়াতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়াডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরেরদিন শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার সোয়াতের শরীরে নিপাহ্ ভাইরাসে আক্রান্তেরর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান জানান, ঈশ্বরদীতে নিপাহ্ ভাইরাসে আক্রান্ত বা মৃত্যু এটাই প্রথম। তবে নিপাহ্ ভাইরাসে শিশুর মৃত্যুর খবর পেয়ে শিশুটির বাড়ীতে গিয়েছিলাম। নিপাহ্ ভাইরাসে শিশুর মৃত্যুর খবর পেয়ে ইতোমধ্যে ঢাকা আই.ই.ডি.সি.আর থেকে ১২ সদস্যের একটি অনুসন্ধানী টিম বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য ঈশ্বরদীতে আসছেন।
Leave a Reply