বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (০২ মার্চ) দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর সভার জনপ্রিয় মেয়র মোঃ ইছাহক আলি মালিথা। এর পরই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গানের সাথে মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করা হয়। স্কুলের পরিচালক সাংবাদিক মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম শহীদুজ্জামান নাসিম, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, পাবনা জেলা পরিষদ সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু ঈশ্বরদীর জনপ্রিয় চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম শামীম, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী পৌরসভার মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম প্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহামুদ সুজন, সাংবাদিক জিল্লুর রহমান জীবন ও আইয়ুব আলীসহ বিশিষ্ট জনেরা।
ক্রীড়া অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন হয়।
Leave a Reply