জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের অংশগ্রহনে ইক্ষুজাতের প্রধান প্রধান ক্ষতিকর পোকামাকড় দমনে আধুনিক কলাকৌশল শীর্ষক দিনব্যাপি কর্মশালা গতকাল সোমবার পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউিট (বিএসআরআই) এর আয়োজনে বিএসআরআই মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএসআরআই এর মহাপরিচালক ড. মোঃ ওমর আলী। বিএসআরআইয়ের পরিচালক (টিওটি) মোছা. ইছমাৎ আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ ও নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রশাসন বিভাগের প্রধান ও প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি মাহাবুবুল হক দুদু, বিএসআরআইয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ড. সাঈদা খাতুন, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম রেজাউল করিম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শফিকুল ইসলাম, ওসাকার পরিচালক মাজহার হোসেন প্রমুখ।
Leave a Reply