পাবনার কৃতি সন্তান মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করায় ঈশ্বরদীতে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বশির আহমেদ বকুল প্রমুখ।
Leave a Reply