ঈশ্বরদীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল রবিবার (৩০ এপ্রিল) ঈশ্বরদীর ৭টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হয়। চলতি বছর ঈশ্বরদীতে সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা শুরুর প্রথম দিন গতকাল রবিবার ঈশ্বরদীর ৭ কেন্দ্রে মোট অনুপুস্থিতির সংখ্যা ৩৯ জন। এর মধ্যে এস এম স্কুল কেন্দ্রে- ৪ জন, পাকশী রেলওয়ে গালস্ স্কুল কেন্দ্রে- ৩ জন, পাকশী পেপার মিলস্ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ৪ জন, বাঁশেরবাদা স্কুল কেন্দ্রে- ৫ জন, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় (ইসলামীয়া মাদ্রাসা) কেন্দ্রে- ১৯ জন ও ভোকেশনাল কেন্দ্রে- ৪ জন। আর ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত নাই।
সুত্রে জানা গেছে, ঈশ্বরদীতে ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ১২ জন, ১৬টি মাদ্রাসায় ৪১৫ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ৩৭৬ জন।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় সাধারণ ৫টি, ভোকেশনাল ১টি ও মাদ্রাসার ১টি কেন্দ্রসহ মোট ৭ টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ পরীক্ষার্থীদের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৮ জন, ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ১৩৪ জন, নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৯ জন, পাকশী রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০ জন ও বাঁশেরবাদা বহুমুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬১ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। এ ছাড়া উপজেলার ১৬টি মাদ্রাসার ৪১৫ জন পরীক্ষার্থী ঈশ্বরদী আলিম মাদ্রাসা (নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভোকেশনাল এর ৩৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে শহরের অরণকোলায় অবস্থিত ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম জানান, সরকারী সকল বিধান কঠোর ভাবে মেনে এবার সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনি সকল অভিভাবকদের সহযোগীতা কামনা করেন। একই আশাবাদ ব্যক্ত করেন ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ ড. আসলাম হোসেন। অপর দিকে শান্তিপূর্ণ পরিবেশে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের নেতৃত্বে পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।
Leave a Reply