শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৪ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু গাঁজায় বর্বরোচিত হামলার প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবীতে : ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈশ্বরদীতে ব্র্যাকের আয়োজনে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত পাকশীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভূমি মন্ত্রীর মেয়ে আ’লীগ নেত্রী পিয়া গ্রেফতার বিএনপি নেতা বাবলু-পিন্টুর সাথে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ঈশ্বরদীতে ব্র্যাক এর উন্নয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শিরোনাম :
পাবনা-৪ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু গাঁজায় বর্বরোচিত হামলার প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবীতে : ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈশ্বরদীতে ব্র্যাকের আয়োজনে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত পাকশীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভূমি মন্ত্রীর মেয়ে আ’লীগ নেত্রী পিয়া গ্রেফতার বিএনপি নেতা বাবলু-পিন্টুর সাথে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় সকাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ঈশ্বরদীতে ব্র্যাক এর উন্নয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

ঈশ্বরদীতে পার্কের আড়ালে মাদক ও নারী ব্যবসা ঃ এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

সকাল প্রতিবেদন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৯ বার

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুরে পার্কের ব্যবসার আড়ালে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৯ জুন) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে ভবানীপুর গ্রামে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় ঝাড়ু, জুতা প্রদর্শন করে অবৈধ ও অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী আফজাল হোসেন রতন দুই বছর আগে ভবানীপুর গ্রামে জে এন্ড জে নামের একটি বিনোদন পার্ক স্থাপন করেন। কিছুদিন পর তিনি সেখানে মাদক ব্যবসা ও নারী নিয়ে এসে দেহ ব্যবসা শুরু করেছেন। সম্প্রতি তিনি রূপপুরের রাশিয়ান নাগরিকদের নিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালনা শুরু করেন। দিনে রাতে এসব অশ্লীল ও অসামাজিক কাজে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা আকুব্বর হোসেন ও আনিসুর রহমান জানান, বিনোদন কেন্দ্রের নামে রতন সাহেব দেহ ও মাদক ব্যবসা করছেন। এ কারণে এলাকার পরিবেশ ও যুব সমাজ নষ্ট হচ্ছে। এ বিষয়ে তাকে বারবার জানানো হলেও তিনি কারো কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তারা অবৈধ কার্যকলাপ বন্ধ না করে উল্টো স্থানীয়দের হয়রানি করছে।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় গৃহবধূ আসমা খাতুন, সাবিনা খাতুন বলেন, পার্কের নামে যা হচ্ছে তা মুখে বলতেও লজ্জা করছে। গ্রামের ছেলেমেয়েরা শান্তিপূর্ণ পরিবেশে চলাচল করতে পারছে না। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দশ পনের জন করে নারী নিয়ে এসে ব্যবসা করানো হচ্ছে। আমরা অতি দ্রুত পার্কের নামে অশ্লীলতা ও অসামাজিক কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পার্ক হলো সাধারণ মানুষের বিনোদনের জায়গা। কিন্তু সেখানে অবৈধ, অশ্লীল, অসামাজিক কাজ মেনে নেয়া হবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যবসায়ী আফজাল হোসেন রতনের পার্কে গিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে পার্কের প্রধান ফটক বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..