ঈশ্বরদীতে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ-প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা। পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে নিয়ে রবিবার দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট চত্বর থেকে বাজারের প্রধান প্রধান সড়ক ও বাজারের ১নং গেট এলাকায় শত শত দোকান ও বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে উল্লেখ করা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত রোগ। এডিস মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সেরে যায়। তবে হেমোজেরিক ডেঙ্গুজ্বর মারাত্বক হতে পারে। বর্ষা মৌসুমে এ রোগের প্রকোপ বাড়তে পারে, তাই বর্ষায় অধিক সতর্ক থাকুন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল হাসেম, কাউন্সিলর কামাল উদ্দিন, মনিরুল ইসলাম সাবু, আমিনুর রহমান, ওয়াকিল আলম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহীদ উজ্জ্বল, ইউসুব আলী প্রধান, ফিরোজা বেগম, রহিমা খাতুন, ফরিদা ইয়াসমিন, পৌর সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শেদ হাসান কল্লোল ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম মাসুদ প্রমূখ।
ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংশ করতে হবে। বসত বাড়ির আশে-পাশে জমে থাকা পানি পরিস্কার করতে হবে। মেয়র আরও বলেন, ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসায় এডিস মশা ডিম পাড়ে, তাই এগুলো অপসারণ করতে হবে। অব্যবহৃত পানির পাত্র উল্ট করে রাখুন। রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে পারলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানান মেয়র ইছাহক আলি মালিথা।
Leave a Reply