শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”

 

১৩ জন মহিলা সংসদ সদস্য নিয়ে ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

সকাল প্রতিবেদন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৫ বার

জাতীয় সংসদের ১৩ জন মহিলা সংসদ সদস্য সহ মোট ১৫জন এমপি নিয়ে ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার সারাদিন ব্যাপাী ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড ও আর আর পি’র বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন, আমরা সকল ষড়যন্ত্র, ষড়যন্ত্র ও জঙ্গিবাদকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককেই বিজয় করব। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’’ এটা কোন শ্লোগান নয়, এটা বাস্তবতা। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই।
ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকুর আমন্ত্রনে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, রত্না আহমেদ, সালমা ইসলাম, সেলিনা ইসলাম ও মোছাঃ ডরথী রহমান সহ স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। মতবিনিময় সভায় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী বিমানবন্দর ও পাবনা চিনিকল চালুর জন্য ডেপুটি স্পিকারের সহযোগিতা কামনা করেন। সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলীর সভাপতিত্বে এসময় জাতীয় সংসদের ১৩ জন নারী এমপি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, মুরাদ আলী মালিথা, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বুধবার বেলা ১২টার দিকে সড়ক পথে ঈশ্বরদীতে আসেন। তিনি সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সুগারক্রপ পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার নির্মানাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শনে যান। সেখানে রূপপুর প্রকল্পের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান সহ রূপপুর প্রকল্পের দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..