ঈশ্বরদীতে জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে প্রায় ৩’শ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে ঈশ্বরদীর অভিজাত আর আর পি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি ও সংবর্ধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী শাখার আহবায়ক অধ্যাপক উদয়নাথ লাহিড়ী, পাবনা জেলা পরিষদ সদস্য তফিকুজ্জামান রহতন মহলদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম বিপ্লব, রঞ্জু আহমেদ ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, মাহাবুবুল হক দুদু, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, সাবেক ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বীরু, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, স্বর্ণকলী বিদ্যা সদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু প্রমূখ।
সুত্র জানায়, ঈশ্বরদীর ৪২টি শিক্ষা প্রদিষ্ঠানের প্রায় ৩’শ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর এ ধরণের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন। শুধুমাত্র করোনাকালী সময়ে আয়োজনটি বন্ধ থাকলেও এবারের অনুষ্ঠানের মাধ্যমে আবার শুরু হল।
Leave a Reply