বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”
শিরোনাম :
বলাৎকারের চেষ্টায় ব্যার্থ হয়ে শিশু জিহাদকে শ্বাসরোধ করে হত্যা ॥ লম্পট নরপিশাচ গ্রেফতার নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন নের্তৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার ॥ একজন আটক সকাল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আছাদ ফুড প্রোডাক্ট’র নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু ঈশ্বরদীতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরদীতে ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার ঈশ্বরদী বাজারে গ্রীল কেটে ও তালা ভেঙে চার দোকানে চুরি ঈশ্বরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুদ্ধ গ্রাহক “গ্রামে বিদ্যুৎ যায় না আসে”

 

আলোচিত ছাত্রলীগ কর্মী মনা হত্যার রহস্য উদঘাটন ॥ রূপপুরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান

সকাল প্রতিবেদন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার

ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী মনা হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার সন্ধায় পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ১২ আসামীকে গ্রেপ্তারসহ ঘটনাস্থলে পরে থাকা গুলির খোসা, দুইটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা গুলি, হত্যাকান্ডের সময় আসামীদের ব্যবহৃত পোশাক এবং হেলমেট, একটি প্রাইভেট কার, আগ্নেয়াস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদী উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
পুলিশ জানায়, নিহত তাফসির আহম্মেদ মনা গত ১৭ জুন রাত সোয়া ১০ টার সময় লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া এমপি মার্কেটে ইকবুলের অফিসে আড্ডা দেওয়ার সময় ৩ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের শ্রমিকদের এ্যাপ্রোন ও হেলমেট পরে মোটর সাইকেলযোগে এসে মনাকে ৫/৬ রাউন্ড গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে নিহত ছাত্রলীগ কর্মী মনার মা নাহিদা আক্তার লিপি বাদী হয়ে গত ১৯ জুন ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবির যৌথ প্রচেষ্টায় প্রথমে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হত্যাকান্ডের অন্যতম মূলহোতা এবং হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামী অনিককে গ্রেফতার করে। পরে অনিকের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া এবং পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আসামী মানিক সহ আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় মানিক ও অনিকের ভাড়া বাসায় (ঈশ্বরদী জিগাতলা এলাকা) অভিযান পরিচালনা করে ১টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার সন্ধান সহ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ০৩ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আসামীদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো যা পরবর্তীতে বিভিন্ন অপরাধ সংগঠনে ব্যবহার এবং অস্ত্র ব্যবসা করা হতো। হত্যাকান্ডে ব্যবহৃত শ্রমিকদের এ্যাপ্রোন ও হেলমেট (নিকিমথ কোম্পানির) ঈশ্বরদী শহর থেকে বাইপাস গামী পাকা রাস্তার পাশে আখ ক্ষেত হতে উদ্ধার করা হয়। আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদের সাথে ভিকটিমের পরিবারের দীর্ঘদিনের শত্র“তা, চাঁদাবাজি এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে। এক নিখুঁত পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে মনা হত্যা।
ঘটনার দিন আগে থেকেই মনা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল মনিরুল এবং আরিফ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১০.১৫ ঘটিকার দিকে মোটরসাইকেলে করে মানিক, অনিক এবং অজ্ঞাত ১ জন এমপি মার্কেটে এসে ট্রাক-লড়ি শ্রমিকের ঘরে বসে থাকা অবস্থায় মনাকে গুলি করে পালিয়ে যায়। ব্যাক আপ পার্টি হিসেবে ৫/৬ জন আসামী ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নেয়। এসময় কিলিং মিশনে অংশগ্রহণকারী ৩ জন মোটরসাইকেল করে নতুন হাটে যায় এবং সেখানে আগে থেকেই অবস্থানকারী আসামী শাহীন এর প্রাইভেট কারে উঠে ঈশ্বরদী বাইপাস রোডে আখ ক্ষেতে নিকিমথ কোম্পানির পোশাক এবং হেলমেট ফেলে দিয়ে জিগাতলার ভাড়া বাসায় ফেরত আসে। ঐ রাতেই আনুমানিক ১২.৩০ মি: এর দিকে মানিক, অনিক এবং শাহীন ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে ঈশ্বরদীর জয়নগর এলাকা থেকে উক্ত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
হত্যাকান্ডে জড়িত অন্য আসামীরা হলেন, ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মানিক (৩৬), দিয়ার সাহাপুর গ্রামের মহিদুল হকের ছেলে ফসিউল আলম অনিক (২৭), নতুন রূপপুর গ্রামের আতিয়ারের ছেলে চমন (৩৮), চরসাহাপুর গ্রামের আক্তার সরদার ছেলে শাহিন সরদার (২৮), নতুন রূপপুর গ্রামের আজিজের ছেলে রাজিব (৩০), চররূপপুর পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩২), শাহাজান আলীর ছেলে অবুঝ (৩৭), চড় রূপপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৪), লক্ষ্মীকুন্ডার মাহফুজুর রহমান কালা (৩৫), চর রূপপুর গ্রামের বাবলু এর ছেলে লিখন ফারুক আহমেদ (৩৭), চর রূপপুর (জিগাতলার) মৃত গফুর মালিথার ছেলে সানোয়ার মালিথা (৪০), রূপপুর ফটু মার্কেট এলাকার এনাম বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান রকি। অভিযুক্ত এসব আসামীদের বিরুদ্ধে পিসিপিআর এ ৫-১১ টি করে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..