ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমনের সংঘর্ষে মিতুল (১৬) নামের এক শিক্ষার্থী নিহত এবং গুরুতর আহত হয়েছে আরও ২ জন। সোমবার (৬ নভেম্বর) সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মিতুল দাশুড়িয়া ইউনিয়নের আতাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আহতরা হলেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোঃ শিহাব এর ছেলে মোঃ সিয়াম (১৬), জয়নগর এলাকার বিশাল (১৫)।
স্থানীয়রা জানান, দাশুড়িয়া থেকে ঈশ্বরদী অভিমুখে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে এলোমেলোভাবে গাড়ী চালিয়ে যাচ্ছিলো ঈশ্বরদী ভোকেশনাল ট্রেক্সটাইল স্কুলের নবম শ্রেণির ৩ শিক্ষার্থী। এরমধ্যে গরু বহনকারী একটি করিমন সামনে চলে আসায় তারা নিয়ন্ত্রন হারিয়ে করিমন এর সাথে সজোরে আঘাত লাগে। এতে তারা ৩ জনই ছিটকে পড়ে গেলে মিতুল ঘটনাস্থলেই নিহত এবং সিয়াম ও বিশাল গুরুতর আহত হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনচার্জ অপু মন্ডল জানান, সকালে বহরপুর এলাকায় দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, সকলের শরীরে স্কুলের ইউনিফর্ম ছিলো। আহত সিয়াম ও বিশালের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থল থেকে দূর্ঘটনার শিকার মোটর সাইকেলটি উদ্ধার করতে পারলেও ঘাতক করিমনটি পালিয়ে যায়।
Leave a Reply