ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে ঈশ্বরদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট’ শীর্ষে অবস্থান করছে। এবারের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ‘সকাল প্রি-ক্যাডেট স্কুল’ থেকে ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণীতে মোট ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তার মধ্যে ট্যালেন্টপুলে ২১ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন মিলিয়ে মোট ৩৪ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এদের মধ্যে ২য় শ্রেণীতে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৩ জন, ৩য় শ্রেণীতে ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণ গ্রেডে ৭ জন এবং ৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ঈশ্বরদী উপজেলার মধ্যে যতগুলো কিন্ডার গার্টেন স্কুল বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল তাদের মধ্যে সর্বচ্চো সংখ্যক বৃত্তি লাভ করেছে সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি লাভ করে। যা ঈশ্বরদী উপজেলার মধ্যে শীর্ষে। এছাড়াও তৃতীয় শ্রেণীর বৃত্তির ফলাফলে সকাল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থী ‘কায়েস মাহমুদ সকাল’ মেধা তালিকায় ঈশ্বরদী উপজেলার মধ্যে ‘প্রথম স্থান’ অধিকার করেছে।
এবিষয়ে স্কুলের পরিচালক মহিদুল ইসলাম বলেন, স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকাদের বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন এবং যত্ন সহকারে পাঠদান করার কারণে এই অভাবনীয় ফল অর্জন সম্ভব হয়েছে।
স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান বলেন, যত্ন সহকারে শ্রেণী কক্ষে পাঠদান করিয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে গুরত্ব দেওয়ায় এবার ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য অবশ্য শিক্ষার্থীর অভিভাবকরাও বিশেষ ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply