পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার বিচারের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি রূপপুর বিবিসি বাজারে প্রজন্ম লীগ এর আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তহুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৬ ফেব্রুয়ারী সকালে মোস্তাফিজুর রহমান সেলিমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে প্রজন্ম লীগ নেতা আব্দুস সালাম বিপ্লবের নেতৃত্বে নেতৃবৃন্দ। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ৪৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার বিচারের নিন্দা ও প্রতিবাদ জানান। প্রসঙ্গত: ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়িতে ঢোকার সময় অন্ধকারে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। সে সময় তার শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০.২০ মিনিটের সময় শহরের পোষ্ট অফিস মোড় অতিক্রম করার সময় তার মৃত্যু হয়।
Leave a Reply