‘পাঁচ পূরণ’ এই শ্লোগানে পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনে দেশের অন্যতম জাতীয় সংবাদপত্র দৈনিক দেশ রূপান্তর এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা। অনুষ্ঠানের শুরুতে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসীন কবীর, ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আসলাম হোসেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান, দাশুড়িয়া কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, বাংলাদেশ পোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, নিউজটুডের ঈশ্বরদী প্রতিনিধি গোপাল অধিকারী, এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম লিটন সহ ঈশ্বরদীর বিশিষ্ট জনেরা।
প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা বলেন, অল্প সময়ের মধ্যে দেশ রূপান্তর পাঠক হৃদয় জয় করেছে। ইতিমধ্যে পত্রিকাটি দেশের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকাটির অনুসন্ধানী প্রতিবেদন ইতিমধ্যে বেশ সারা ফেলেছে। পরে উপস্থিত অতিথিরা কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
Leave a Reply