লেখালেখিতে বিশেষ অবদান রাখায় “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াড” এ ভূষিত হয়েছেন সাংবাদিক ও কলাম লেখক গোপাল অধিকারী। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে গত ২৬ এপ্রিল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কচি-কাচার মেলা মিলনায়তন ঢাকায় এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারপতি এস এম মুজিবুর রহমান, সংসদ সদস্য প্রকৌশলী ড. মাসুদা সিদ্দিক রোজী, সাবেক সচিব বিকর্ণ কুমার ষোষ, ড. দীপা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গোপাল অধিকারী দীর্ঘদিন যাবত লেখালেখি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তার এই সকল গবেষণালব্দ লেখা সমাজ সচেতনতায় ভূমিকা পালন করছে। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply