ঈশ্বরদীতে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে রোববার সকালে ঈশ্বরদীর অভিজাত আর আর পি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি ও সংবর্ধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শাহীনা আক্তার, সহকারী শিক্ষা অফিসার আসলাম হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সরকারী সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহীন, গোপালপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আরজাহান আলী, সাবেক প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নওশাদ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমূখ। সুত্র জানায়, ঈশ্বরদীর ৪৬টি শিক্ষা প্রদিষ্ঠানের ২১০ জন কৃতি শিক্ষার্থী, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর সেরা কৃতি শিক্ষার্থী ও ৩টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর এ ধরণের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।
প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্ডার গার্টেন স্কুল ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সুন্দর আগামীর বাংলাদেশ প্রত্যাশা করে তিনি বলেন, ছাত্ররাই এদেশের নেতৃত্ব দিবে। যার প্রমাণ গত জুলাই-আগষ্টের ছাত্র বিপ্লব সারা পৃথিবীর মানুষ দেখেছে।
Leave a Reply