ঈশ্বরদীতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিলাটেক-প্রমিজ ও ইডি প্রকল্পের আনলকিং ফাইনান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী শহরের অভিজাত কাশমেরী ফুড গার্ডেন রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। প্রধান অতিথি তার বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।
ব্র্যাক পাবনা জেলা সমন্বয়ক মো: শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এলাকা ব্যবস্থাপক নিতীশ কুমার বাওয়ালী এবং সিলাটেক কর্মসূচী সম্পর্কে ধারনা প্রদান করেন ব্র্যাক স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রাম (প্রমিজ) এর জেলা ব্যবস্থাপক মো: মমিনুল ইসলাম। বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, সার্বিক সহযোগীতায় ছিলেন ব্র্যাকের এসোসিয়েট অফিসার (প্রমিজ) জালাল হোসেন, মোছা: সালমা বেগম, প্রোগ্রাম অর্গানাইজার (ইডি) মো: দিদার হোসেন এবং জিয়াউল হক। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক এর সেক্টর স্পেশালিষ্ট মো: রবিউল ইসলাম, দাশুড়িয়া এরিয়া ম্যানেজার (প্রগতি) মো: জুনায়েদ হোসেন, এরিয়া ম্যানেজার (দাবি) মো: মঞ্জিল হোসেন, নাসরিন খাতুন, উপজেলা এ্যাকাউন্টস অফিসার মো: সাখাওয়াত হোসেন এবং ব্যাবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও সূধীবৃন্দ।
Leave a Reply