ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবীতে ঈশ্বরদীতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে ঈশ্বরদীতে “মার্চ ফর গাঁজা” নামের এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গালস্ স্কুল মোড় থেকে শুরু হয়ে ব্লাক পাড়া ােমাড়, কড়ইতলা, রেলগেট, ষ্টেশন রোড হয়ে বাজারের ১নং গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুর সার্বিক পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবীন বিএনপি নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা হুমায়ন কবীর দুলাল, আক্কাস আলী খাঁন, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আব্দুর রাজ্জাক ফিরোজ, ইসলাম হোসেন জুয়েল, আজিজুর রহমান শাহীন, মোঃ নান্নু রহমান, টুটুল সরদার, জাহাঙ্গীর আলম, রুহুল আমীন বাবলু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু, যুবদল নেতা মাহামুদ হাসান সোনামনি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে ইসরায়েলের সকল পন্য বর্জনের এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের গনহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
Leave a Reply