৫ বছর পর বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেছে পাবনা জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হলো। ঘোষিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান আর পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আরমান ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি পদে সহ অন্যরা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকৃত ছাত্রনেতাদের দিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। আমি নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলী বলেন, ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বার বার তাগিদ দেওয়া সত্বেও নতুন কমিটি গঠনের লে সম্মেলন আয়োজন না করায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে।
এদিকে সম্মেলন ছাড়াই মোটা অংকের টাকার বিনিময়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে। ঘোষিত কমিটিতে বিবাহিত ও বিতর্কিতরা রয়েছে বলে দাবী করে বক্তব্য রাখেন তারা।
Leave a Reply