ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে প্রকাশ্যে দিনের বেলায় কলা গাছ কাটার ঘটনায় সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আবু বক্কার সরদারের ছেলে মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “জমির প্রকৃত মালিক হয়েও আজ আমরা মিথ্যা ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমাদের জমিতে আমাদের লাগানো কলার গাছ যারা কাটলো তারাই বাদী হয়ে আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ৩ জনকে গ্রেফতার করিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১/১২/২০২২ইং তারিখে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির .৯৪ শতাংশ জমিতে রোপন করা কলা ও শিম গাছ সন্ত্রাসী কায়দায় কেটে ফেলার ঘটনায় আমাকে ও আমার দুই ভাইকে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক ঘটনায় হয়রানিমুলক মামলায় গ্রেফতার করায় আমি তার তীব্র নিন্দ্রা ও ক্ষোভ প্রকাশ করছি। লিখিত বক্তব্যে মিজানুর রহমান আরও বলেন, আমার দাদির ওয়ারিশ সূত্রে পাওয়া আমাদের ভোগ দখলিয় নিঃকন্টক জমিতে আমরা পুরোপুরি দখল ও হকদার আছি। তার খতিয়ান নং-৫৪, এস এ দাগ নং-১৫৬, আর এস খতিয়ান নং-৫১. আর.এস দাগ নং-২২৬ এবং দলিল নং-১০৬৫/৩৫০০ খারিজ হিসাব নং-৩৮৬। এই জমিতে মোঃ ফারুক হোসেন এবং তার সহযোগী আব্দুস সামাদ প্রমানিক গং বিগত উল্লেখিত তারিখে আমার নিজ নামিয় সম্পত্তির কলাবাগান ও শিম গাছ কর্তন এবং লুটপাট করে ঘর উত্তোলন করে জায়গা দখল করে আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বিভ্রান্তি মূলক মামলা দায়ের করেছে।
মিজানুর রহমান আক্ষেপ করেন বলেন, আমাদের সমস্ত কাগজ পত্রাদি থাকা সত্ত্বেও আমরা আজকে মিথ্যা পরিস্থিতির শিকার। এহেন পরিস্থিতি থেকে উদ্ধার ও প্রতিকার পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যেমে সত্য প্রকাশের সদয় দৃষ্টি আকর্ষন করছি।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আঃ বারেক মোল্লা, আলাউদ্দিন মল্লিক, নুরুল ইসলাম, রকিবুল ইসলাম ও জাহাঙ্গীর সরদার প্রমূখ।
Leave a Reply