ঈশ্বরদীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কার্যাক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘অগ্রসর ঈশ্বরদী’ নামের একটি স্বেচ্ছসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার রাতে ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, নওগাঁ জেলার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভুমি) মমতাজ মহল, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবীর, ঈশ্বরদী পৌরসভার সচিব মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম শামীম, পাবনা সুগার মিলের সিবিএ সভাপতি শাহীন ইসলাম, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আমিনুর রহমান দাদু, সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি যৌথভাবে সমন্বয় করেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বীরু।
আয়োজক সুত্র জানায়, প্রতিদিন রাতে ঈশ্বরদীর বিভিন্ন পয়েন্টে প্রায় দুই শতাধিক নিরন্ন মানুষকে রান্না করা খাবার পৌছে দিবে ‘অগ্রসর ঈশ্বরদী’ নামের এই স্বেচ্ছসেবী সংগঠন।
Leave a Reply