ঈশ্বরদীতে ব্র্যাকের আয়োজনে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে দাশুড়িয়া ব্র্যাক অফিস কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের পাবনা জেলা সমন্বয়ক মোঃ শরীফ হোসেন।
অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম, সহকারী অফিসার মোঃ জালাল হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ দিদার হোসেন, দাশুড়িয়া ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ জুনায়েদ হোসেন, দাবী’র ব্রাঞ্চ ম্যানেজার মোছাঃ নাসরিন খাতুন, দাশুড়িয়া-২ এরিয়ার প্রগতি ম্যানেজার ও মুলাডুলির (প্রগতি) এরিয়া ম্যানেজার, সাংবাদিক মহিদুল ইসলাম সহ বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা।
কর্মশালায় ব্যাংক ও এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য বিদ্যমান ঋণ সুবিধা ও অর্থায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করার উপায় নিয়ে আলোচনা করেন।
এই কর্মশালার মাধ্যমে উদ্যোক্তারা অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার সুযোগ পান, যা তাদের ব্যাবসার বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা।
Leave a Reply