ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে বিশাল আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তন সহ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেছেন, ঈশ্বরদীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার পতনের গতি তরান্বিত হয়েছে। ঈশ্বরদী প্রেসক্লাবের উন্নয়নে সব সময় পাশে থাকার ঘোষনা দিয়ে হাবিবুর রহমান হাবিব আরও বলেন, পতিত আওয়ামীলীগের দোসররা যাতে কোনভাবেই সুযোগ না পায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা মোঃ জাকারিয়া পিন্টু। তিনি বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। বিবেককে জাগ্রত করে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। অসত্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। সুন্দর আয়োজন করার জন্য তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার (ভুমি) সাহাদাত হোসেন খাঁন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শেহাব উদ্দিন, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার সচিব মোঃ জহুরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সদ্য কারামুক্ত বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ নান্নু রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ মেহেদী হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল হক শাহীন, ঈশ্বরদী পৌর জামায়াতের আমীর মাওঃ গোলাম আজম, ঈশ্বরদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর, সহ-সভাপতি জাহিদুল আলম সনু, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক, সহ-সভাপতি রেজাউল ইসলাম রকি, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু,
আতাউর রহমান পাতা, আবু সাঈদ লিটন, বিএনপি নেতা নুরুল ইসলাম আক্কেল, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান সোনামনি,
পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী পৌর কৃষক দলের সদস্য সচিব আজগর আলী মুকুল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন ও নেতৃবৃন্দ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইফতার আয়োজক কমিটির পক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি সুমার খাঁন, সহ-সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, কার্যকরী সদস্য খোন্দকার মাহাবুবুল হক দুদু, যুগ্ম-সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, ওহিদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ।
Leave a Reply