দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ এবার ঈশ্বরদীতে অন্যরকম ঈদ আনন্দ উদযাপন করেছে। করোনাকালের এই দুঃসময়ে যেসব দুস্থ পরিবারে ঈদে মাংস কেনার সামর্থ ছিলনা এমন দুইশ’ পরিবারকে ঈদ উপহার হিসেবে এক কেজি করে গরুর মাংস প্রদান করা হয়। সুহৃদ সদস্যরা গ্রামে গ্রামে এসব পরিবার চিিহ্নত করে তাদের হাতে তুলে দেয় মাংসের প্যাকেট। দুস্থরা ঈদে এরকম উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। সুহৃদ সমাবেশের এই ব্যাতিক্রমি আয়োজনে সমকালের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার আয়োজনে ঈদের ২য় দিন গত বৃহস্পতিবার দুই শতাধিক দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস উপহার প্রদানের এই আয়োজন শহরের সাঁড়াগোপালপুর স্কুলের সামনে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী পি.এম ইমরুল কায়েস। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, বিনা পয়সার পাঠশালা খ্যাত প্রবীণ শিক তাহেরুল ইসলাম, নজরুল ইসলাম, শহীদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আরকে বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম বাবু, কলেজ শিক মোতাহার হোসেন মিলু, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু, খন্দকার তৌফিক আলম সোহেলসহ সুহৃদ সমাবেশের কর্মকর্ত-সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সমন্বয় করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার। দলে দলে এসব দুস্থ পরিবারের সদস্যরা মাংসের ব্যাগ হাতে বাড়ি ফেরার সময় অন্যরকম এক মানবিক আবহের সৃষ্টি হয়।
Leave a Reply