ঈশ্বরদীর বিশিষ্ট সার ও কীটনাশক বাজারজাতকারী প্রতিষ্ঠান “এক্সপার্ট এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড” এর ব্যবস্থাপনা পরিচালক সুজন মাহামুদ হেলাল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ঈশ্বরদীর বার্তা” নামের একটি ভূয়া (ফেক) আইডিতে বিভিন্ন ধরণের কুৎসা রটিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। গত রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই “ঈশ্বরদীর বার্তা” নামের ওই ভূয়া (ফেক) আইডিতে ব্যবসায়ী হেলালের সাথে শেখের দাঁইড় গ্রামের শিবির নেতা আব্দুল বাতেন কাজীর ব্যবসায়ীক সম্পর্ক্য (পার্টনার) বলে উল্লেখ করা হয়। ব্যবসায়ী সুজন মাহামুদ হেলাল বর্তমান এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ভাগ্নে। সেখানে তাকে জড়িয়েও মিথ্যা রটনা করা হয়।
সুত্র জানায়, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের শেখের দাঁইড় গ্রামের গ্রামের মরহুম গেদু প্রামানিকের ছোট ছেলে ব্যবসায়ী সুজন মাহামুদ হেলাল। তার অপর বড় ভাই শরিফুল ইসলাম শরীফ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম যুগ্ম-আহবায়ক। পারিবারিক ভাবেই তারা আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। বর্তমানে স্থানীয় রাজনৈতিক গ্র“পিং এর কারণে প্রতিপ গ্র“পের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ঈশ্বরদীর বার্তা” নামে একটি ভূয়া (ফেক) আইডি খুলে সামাজিক ও ব্যবসায়ীক ভাবে তি করার উদ্দেশ্যেই বিভিন্ন ধরণের কুৎসা রটিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
ব্যবসায়ী সুজন মাহামুদ হেলাল জানান, গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিপ গ্র“পের লোকজন ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যা সবই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। শেখের দাঁইড় গ্রামের শিবির নেতা আব্দুল বাতেন কাজীর সঙ্গে ব্যবসায়ীকই নয়, কোন ধরণের সম্পর্ক্যও তার সাথে নেই বলে জানান তিনি। এবিষয়ে শীঘ্রই আইনি পদপে গ্রহন করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply