ঈশ্বরদীতে মাদকের অভয়ারণ্যে হিসেবে পরিচিত লোকসেডসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় আরও শুরু হয়েছে রমরমা মাদক ব্যবসা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লোকসেড এলাকার বিভিন্ন পয়েন্টে দেদারসে চলছে মরণ নেশা মাদক ব্যবসা। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স থাকলেও ঈশ্বরদী শহরের নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে, রেল হাসপাতাল এলাকা, ফতেমোহাম্মদ পুর, ফতেমোহাম্মদ পুর বেলতলা, ডোম পোট্টি, কেবিন পুকুর, রেল লাইন ও তিন তলা বস্তি এলাকায় বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা গেছে, ঈশ্বরদী রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে ভাত পোট্টি এলাকায় দীর্ঘদিন থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজার বসা চালিয়ে আসছে মাদক সম্রাট জুয়েল ওরফে কোটা জুয়েল। ফতেমোহাম্মদপুর এলাকায় স্বপ্ন, ছানা ও কানা নাদিম রমরমাভাবে বিক্রি করছে মরণ নেশা ইয়াবা। আর রেল হাসপাতাল এলাকায় মোঃ আলী, চায়না ও আরমান মাদক ব্যবসার গডফাদার বলে জানায় স্থানীয় এলাকাবাসী। অপর দিকে বেলতলা এলাকায় রাজু ওরফে দাঁত রাজু রমরমা ভাবে চালিয়ে আসছে ইয়াবা ব্যবসা। অন্যদিকে রহিমপুর এলাকার মাদক ব্যবসার গডফাদার একরাম, নার্গিস ও কেয়া দীর্ঘদিন ধরেই কেবিন পুকুরের পাশে মাদক ব্যবসা চালিয়ে আসছে। নিউ কলোনী তিন তলা বস্তিতে ইমরান খাঁন, মাসুদ ও চঞ্চল ওরফে পিচ্চি চঞ্চল এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকায় তাদের কেউ কিছু বললে তাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে।
উল্লেখিত এলাকা ছাড়াও শহরে পশ্চিমটেংরী এলাকায় কুখ্যাত মাদক সম্রাট বরকি বাবুর স্ত্রী বাছা, জামাই কানন, মেয়ে আশা, মজিদের স্ত্রী রাবু কৌশলে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এই সমস্ত মাদক ব্যবসায়ীর কারণে যুব সমাজ ধ্বংশের পথে ধাবিত হচ্ছে। ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে ওই সমস্ত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশি অভিযান জোরদার করার আহবান জানিয়েছেন।
Leave a Reply