ঈশ্বরদীতে মোবাইল কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে পুলিশ কন্যা রাইফা তামান্না (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর পৌর এলাকার পূর্বটেংরী ঈদগাহ রোডে এ ঘটনা ঘটে। রাইফা তামান্নার বাবা আব্দুর রউফ পাবনার সাঁথিয়া থানায় এস আই (পুলিশ উপ-পরিদর্শক) পদে কর্মরত রয়েছেন। ঈশ্বরদী থানায় কর্মরত থাকাকালীন সময় থেকে স্বপরিবারে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি।
স্থানীয়রা জানান, রাইফা তামান্না মায়ের মোবাইল ফোন ব্যবহার করতো। সোমবার সন্ধ্যায় তাঁর মা মোবাইল ফোন নিয়ে নিজের কাছে রেখে দেন। তামান্না ফোন চাইলে তাঁর মা না দেওয়ায় সে অভিমান করে নিজ ঘরে চলে যায়। পরে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রাইফা তামান্না এবার (২০২২ সালে) ঈশ্বরদী এসএম স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ গ্রহণ করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, এবিষয়ে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply